বাঘারপাড়ায় চার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বিভিন্ন অনিয়মে যশোরের বাঘারপাড়া উপজেলা সদরের চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি।
আদালত সূত্রে জানা গেছে, বাসী খাদ্য ফ্রিজে রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য দোকানে থাকায় উপজেলা সদরে জান্নাতুল হোটেল মালিককে ২ হাজার টাকা, থানা বাজারের হোটেল মালিক ওমর মোল্যাকে ১হাজার ও বেকারি সাকিব স্টোরের মালিককে ১হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,ব্যবসায়ীদের সর্তকতামূলক এ জরিমানা করা হয়েছে। পরবর্তীতে তারা সংশোধিত না হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উপজেলাব্যাপী এ কার্যক্রম চলবে।