কলারোয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

0

কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার কলারোয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করার সময় দুই ব্যবসীকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ মার্চ ) দুপুরে কলারোয়া পৌর সদর বাজারে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এ জরিমানা করা হয়। নিত্যপণ্যের বাজার মনিটরিং এর অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন, হোটেল ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল, মিষ্টির দোকানে পচাবাসী খাবার রাখা, পাইকারি ও খুচরো পর্যায়ের ব্যবসায়ীদের পণ্য মজুদ করা হচ্ছে কিনা তা নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে নষ্ট মিষ্টি রাখার অপরাধে ৫০০০ টাকা ও পাকা কলা ব্যবসায়ী মাজুল ইসলামকে রাস্তার ওপর কলা নিয়ে যানজট সৃষ্টি করার অপরাধে ২০০০ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা এম এ সোহেল ও ইউএনও অফিসের হিসাব সহকারী বেনজির হোসেন ও পুলিশের একটি টিম।