দলীয় সন্ত্রাসীর হুমকিতে নিরাপত্তাহীনতায় চৌগাছার ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা

0

স্টাফ রিপোর্টার ॥ নিজ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম।
বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি অস্ত্র, মাদক ও ছিনতাইকারীদের অন্তর্ভুক্ত করে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ চৌগাছা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেয়। যা নিয়ে উপজেলা জুড়ে সমালোচনা ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। বিতর্কিত কমিটিতে থাকা শামীম রেজা ওরফে গলাকটা শামীম, ইমরান হোসেন, আরিফ, সনজিত কুমার জয়,আরিফ হোসেনসহ অনেকে একাধিক অস্ত্র,মাদক, ছিনতাই মামলার আসামি। পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের নির্দেশনায় বিতর্কিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তারপর থেকে সন্ত্রাসীরা আমাকে তাদের টার্গেটে রেখেছে। চলতি মাসের ৭ তারিখ শামীম রেজা ওরফে গলাকাটা শামীম আমার ইউনিয়নে অফিসে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা আমাকে না পেয়ে অস্ত্রের মহড়া প্রদর্শন করে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানা কর্তৃপক্ষ আমার অভিযোগ গ্রহণ করেনি। বর্তমানে আমি তাদের ভয়ে চরম নিরাপত্তহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ইউনুস আলী, হাবিবুর রহমান, সোহাগ হোসেন, সেলিম রেজা প্রমুখ।