স্পোর্টস রিপোর্টার ॥ দেশব্যাপী ক্রীড়াবিদদের পদচারণায় মুখর যশোরের ক্রীড়াঙ্গন। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও যশোর শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় চলছে ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার খেলা। বরিবার প্রতিযোগিতার তৃতীয় দিনে ৪৯টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। শামস্-উল-হুদা স্টেডিয়ামসহ ছয় ভেন্যুতে এই খেলা হয়। এদিন অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিক্সের, ছাত্র ও ছাত্রীদের দলগত ইভেন্টের মধ্যে ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ছাত্রীদের হকি প্রতিযোগিতা।
ছাত্রদের ভলিবলে পদ্ম অঞ্চল ময়মনসিংহের মানকোন উচ্চ বিদ্যালয় ২-০ সেটে চাঁপা অঞ্চলের রাজশাহীর জামিরা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
ছাত্র ভলিবলে বকুল অঞ্চল বান্দরবন কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ ২-০ সেটে চাঁপা অঞ্চলের পঞ্চগড় ভেলকুগাছ প্রামানিক ভিপি উচ্চ বিদ্যালয়ে পরাজিত করে।
ছাত্র ভলিবলে বকুল অঞ্চলের বান্দরবান কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ ২-০ সেটে গোলাপ অঞ্চল যশোরের কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
ব্যাডমিন্টন ছাত্রী এককে গোলাপ অঞ্চল খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়কে ২-০ সেটে পদ্ম অঞ্চল ময়মনসিংহের ল্যাবরেটরী হাই স্কুলকে পরাজিত করে।
ব্যাডমিন্ট (ছাত্রী দ্বৈতে বকুল অঞ্চল সিলেটের স্কলাস হোম ২-০ সেটে পদ্ম অঞ্চল নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
ব্যাডমিন্টন ছাত্রী এককে চাঁপা অঞ্চল পাবনার দারুল উলুম মারকাযিয়া দাখিল মাদ্রাসা ২-০ সেটে বকুল অঞ্চল সিলেটের স্কলস হোমকে পরাজিত করে।
ব্যাডমিন্টন ছাত্র এককে পদ্ম অঞ্চল কিশোরগঞ্জের নানশ্রী উচ্চ বিদ্যালয় ২-০ সেটে গোলাপ অঞ্চল খুলনার সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
ব্যাডমিন্টন ছাত্র দ্বৈতে বকুল অঞ্চল সিলেটের হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ ২-০ সেটে পরাজিত করে টাঙ্গাইলের বল্লা করোনেশন হাই স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
ব্যাডমিন্ট ছাত্র এককে চাঁপা অঞ্চল দিনাজপুরের বিরামপুর কলোজিয়েট উচ্চ বিদ্যালয় ২-০ সেটে বকুল অঞ্চল কুমিল্লা জিলা স্কুলকে পরাজিত করে।
ব্যাডমিন্টন ছাত্র দ্বৈতে গোলাপ অঞ্চল বাগেরহাটের বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ২-০ সেটে চাঁপা অঞ্চল রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
ব্যাডমিন্ট ছাত্রী দ্বৈতে গোলাপ অঞ্চল যশোর সেবা সংঘ উচ্চ বালিকা বিদ্যালয় ২-০ সেটে চাঁপা অঞ্চল পাবনার দারুল উলুম মারকাযিয়া দাখিল মাদ্রাসাকে পরাজিত করে।
ছাত্রদের হকিতে পদ্ম অঞ্চল চট্রগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ ১-০ গোলে পদ্ম অঞ্চল ঢাকা আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
ছাত্রদের হকিতে চাঁপা অঞ্চল রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ৩-০ গোলে গোলাপ অঞ্চল সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
ছাত্রীদের হকিতে পদ্ম অঞ্চল কিশোরগঞ্জের আতরজান উচ্চ বিদ্যালয় ৮-০ গোলে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
ছাত্রীদের হকিতে গোলাপ অঞ্চল বরিশাল শের-ই বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চাঁপা অঞ্চল রাজশাহীর দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়েছে।
বাস্কেটবল (ছাত্র) চাঁপা অঞ্চল দিনাজপুর ভাসমারী উচ্চ বিদ্যালয় ৪২-৩২ পয়েন্টে পদ্ম অঞ্চল ময়মনসিংহ জিলা স্কুলকে পরাজিত করে।
একই ইভেন্টের অপর খেলায় বকুল অঞ্চল চট্রগ্রাম জিলা স্কুল ৯৯-২৩ পয়েন্টে গোলাপ অঞ্চল খুলনা জিলা স্কুলকে পরাজিত করে।
বাস্কেটবল(ছাত্রী) চাঁপা অঞ্চল দিনাজপুরের সেন্ট ফিলিপস হাই স্কুল ১৬-৯ পয়েন্টে পদ্ম অঞ্চল কিশোরগঞ্জের আতরজান উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
একই ইভেন্টের অপর একটি খেলায় বকুল অঞ্চল বান্দরবানের কোয়ান্টাম স্কুল এন্ড কলেজ ৫৫-৩৮ পয়েন্টে গোলাপ অঞ্চল যশোরের প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে।
ক্রিকেটে(ছাত্র) বকুল অঞ্চল জামালপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ৫ রানে গোলাপ অঞ্চল নড়াইলের সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
ক্রিকেট(ছাত্রী) গোলাপ অঞ্চল ঝিনাইদহের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ ৪৫ রানে বকুল অঞ্চল ঢাকার কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
ক্রিকেট (ছাত্র) পদ্ম অঞ্চল ঢাকার কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ৭০ রানে চাঁপা অঞ্চল রংপুরের শিফা নিকেতন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
ক্রিকেট (ছাত্রী) পদ্ম অঞ্চল ঢাকার কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ১২৪ রানে চাঁপা অঞ্চল দিনাজপুরের অঞ্চল সারেদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
টেবিল টেনিস (একক ছাত্রী) গোলাপ অঞ্চল নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩-০ সেটে পদ্ম অঞ্চল ঢাকা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
একই ইভেন্টের অপর একটি খেলায় বকুল অঞ্চল বান্দরবান কসমো স্কুল এন্ড কলেজ পদ্ম অঞ্চল ঢাকা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে ওয়াকওভার লাভ করে।
টেবিল টেনিস(ছাত্রী একক) বকুল অঞ্চল বান্দরবান কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ ৩-০ সেটে চাঁপা অঞ্চল ঠাঁকুরগাও মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
টেবিল টেনিস (ছাত্র) গোলাপ অঞ্চল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ৩-১ সেটে পদ্ম অঞ্চল ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
টেবিল টেনিস (ছাত্র দ্বৈত) বকুল অঞ্চল বান্দরবান কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ ৩-১ সেটে পদ্ম অঞ্চল ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
টেবিল টেনিস (ছাত্র একক) বকুল অঞ্চল বান্দরবান কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ ৩-০ সেটে চাঁপা অঞ্চল রংপুর পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
টেবিল টেনিস (ছাত্র) গোলাপ অঞ্চল নড়াইর সরকারি উচ্চ বিদ্যালয় ৩-২ সেটে চাঁপা অঞ্চল রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
টেবিল টেনিস(ছাত্রী দ্বৈত) গোলাপ অঞ্চল নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩-২ সেটে চাঁপা অঞ্চল ঠাঁকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
অ্যাথলেটিক্সের ইভেন্টের মধ্যে গোলক নিক্ষেপ বড় বিভাগে পদ্ম অঞ্চলের কিশোরগঞ্জে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের রিফাত ভূইয়া প্রথম, দ্বিতীয় পদ্ম অঞ্চলের ময়মনসিংহে আছিম আদর্শ উচ্চ বিদ্যা নিকেতন সোহান মিয়া, তৃতীয় হয়েছে চাঁপা অঞ্চলের রংপুরে জুবলী উচ্চা বিদ্যালয়ের ইয়ানুর ইসলাম। ১০০মিটার দৌড় বড় বিভাগে গোলাপ অঞ্চলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সামিয়া খানম প্রথম, পদ্ম অঞ্চলের ঢাকার সোলমাইদ স্কুল এন্ড কলেজের মেহেরিন জান্নাত সাকিবা দ্বিতীয় ও তৃতীয় হয়েছে বকুল অঞ্চলের নোয়াখালী আহম্মদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের তানজিলা তানিশা। লাফ-ধাপ-ঝাপ বালক বড় বিভাগে পদ্ম অঞ্চলের জামালপুরে ঝাড়কাটা এমএল উচ্চ বিদ্যালয়ের আমির হামজা প্রথম, চাঁপা রংপুর অঞ্চলের আইডিয়াল রেসিডেসিয়াল মডেলের মাহিন ইসলাম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে গোলাপ অঞ্চলের নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অরুপ বিশ্বাস। উচ্চ লাফ বালিকা বড় বিভাগে পদ্ম অঞ্চলের ঢাকার গালিমপুর সোনাবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সায়মা ইসলাম প্রথম, দ্বিতীয় হয়েছে গোলাপ অঞ্চলের যশোরে কেশবপু পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফারহান ইয়াসমিন ও তৃতীয় চাঁপা অঞ্চলের নীলফামারী সরকারি বালিকা উচ্চা বিদ্যালয়ের নুশরাত জাহান এশা।
চাকতি নিক্ষেপ বালক বড় বিভাগে পদ্ম অঞ্চলের কিশোরগঞ্জের তাড়াইল পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রিফাত ভূইয়া প্রথম, দ্বিতীয় হয়েছে পদ্ম টাঙ্গাইল অঞ্চলের ভূয়াপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের আপন সরকার ও তৃতীয় হয়েছে গোলাপ অঞ্চলের কুষ্টিয়া চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল মোহাইমিনুল মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘ লাফ বালিকা মধ্যম বিভাগে পদ্ম অঞ্চলের নরসিংদি খুনি মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবিনা আক্তার রুবি প্রথম, দ্বিতীয় চাঁপা অঞ্চলের পাবনার সোনাতলা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণা খাতুন ও তৃতীয় হয়েছেন পদ্ম অঞ্চলের কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় শাহিনুর আক্তার। ১৫০০মিটার দৌড় বালক বড় বিভাগে চাঁপা অঞ্চলের সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলটের মেহেদী হাসান মুরাদ প্রথম, চাঁপা অঞ্চলের রংপুর পাছগাছি দাখিল মাদ্রাসার শাওন ও তৃতীয় হয়েছে ঝাড়কাটা এমএল উচ্চ বিদ্যালয়ের সুমন।
উচ্চ লাফ বালিকা মধ্যম বিভাগের বকুল ফেনী বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ফারহানা আক্তার প্রথম। দ্বিতীয় হয়েছে পদ্ম জামালপুর অঞ্চলের নারুন্দি সৈয়দ নাফিজা আক্তার উচ্চ বিদ্যালয়ের তানজিলা আক্তার ও তৃতীয় হয়েছে সরকারি আদিয়াদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের আয়েশা কামাল আনহা। চাকতি নিক্ষেপ বালিকা বড় বিভাগে চাঁপা অঞ্চলের নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আতিকা ফারজানা লাবনী প্রথম, দ্বিতীয় পদ্ম অঞ্চলের মুন্সিগঞ্জের মালখানগর উচ্চ বিদ্যালয়ের জাকিয়া সুলতানা ও তৃতীয় বকুল অঞ্চলের নোয়াখালী আহম্মদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাজী রিদয় হোসেন। লাফ-ধাফ-ঝাপ বালক মধ্যম বিভাগের চাঁপা অঞ্চলের সোনাতলা উচ্চ বিদ্যালয়ের রোহান হোসেন প্রথম, দ্বিতীয় হয়েছে গোলাপ অঞ্চলের পটুয়াখালী বেতাগি শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ওলিউল্লাহ জাবেদ দ্বিতীয় ও তৃতীয় হয়েছে পদ্ম অঞ্চলের জামালপুরে ঝাড়কাটা এমএল উচ্চ বিদ্যালয়ের সিয়াম।





