চৌগাছা বোরো ধানের মাঠ থেকে স্যালোমেশিন চুরি হচ্ছে

0

 

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বোরো ধানের মাঠ থেকে স্যালোমেশিন চুরির ঘটনায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। দুই সপ্তাহের ব্যবধানে অন্তত চারটি স্যালোমেশিন ও মেশিনের পাম্প চুরির ঘটনা ঘটেছে। উপজেলার প্রতিটি গ্রামের কৃষক বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন। বোরো ধান চাষে পানি অন্যতম অনুসঙ্গ। সেচের মাধ্যমে অতিপ্রয়োজনীয় পানি কৃষক ক্ষেতে দিয়ে থাকেন। এই সুযোগটি কাজে লাগিয়ে চোরচক্র কৃষকের বোরোধান চাষের অন্যতম অবলম্বন স্যালোমেশিন চুরিতে মেতে উঠেছে। গত দুই সপ্তাহে চৌগাছার ইছাপুর গ্রামের মাঠ ও পৌরসভার মাঠপাড়া মহল্লা থেকে ১টি স্যালোমেশিন, ১টি টিউবওয়েল ও ৩টি স্যালোমাশিনের পাম্প চুরি করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
ইছাপুর গ্রামের কৃষক মোফাজ্জেল হোসেন জানান, গত সপ্তাহে মাঠ হতে তার একটি স্যালোমেশিন ও টিউবওয়েল চুরি হয়ে গেছে। নিজের জমি ছাড়াও ওই স্যালোমেশিনের আওতায় অন্তত ১৫/১৬ বিঘা বোরো ধানের চাষ করা হয়েছে। অভাব অনাটনের সংসারে অনেক কষ্টে ধান চাষ করছি। অভাবের সংসারে ধান ক্ষেতের ব্যয় মিটাতে যখন হিমশিম খেতে হচ্ছে ঠিক সেই সময়ে স্যালোমেশিন চুরি হওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখিন হতে হয়েছে। একই রাতে পৌরসভার মাঠপাড়া, উপজেলার পূর্বপাড়া ও ইছাপুর গ্রামের মাঠ থেকে কৃষক বাবলুর রহমান, সাগর হোসেন ও আশাদুল ইসলাম আশার স্যালোমেশিনের পাম্প খুলে নিয়ে গেছে চোরেরা।
ভুক্তভোগী কৃষকরা বলেন, সংঘবদ্ধ চোরচক্র দীর্ঘদিন ধরে কৃষকের ক্ষতি করে যাচ্ছে। তারা বিভিন্ন সময়ে মাঠে থেকে ফসলও চুরি করছে। সম্প্রতি চোরেরা ইছাপুর গ্রামের কৃষক জাহাঙ্গীরের জমি হতে কাঁচাকলা কেটে নিয়ে গেছে। এখন বোরো চাষের ভরা মৌসুম, এই সময়ে কৃষককে দেনা করে মাঠে ধান চাষ করতে হচ্ছে। তারমধ্যে যদি চুরির ঘটনা ঘটে তাহলে ক্ষতির শেষ নেই।