যশোরে মহিলা দলের শীতবস্ত্র বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যশোর জেলা মহিলা দল।  শুক্রবার সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বড় শেখহাটি গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আলাউদ্দিন আলা, আলতাফ হোসেন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, যুগ্ম-সম্পাদিকা রাফাত আরা ডলি, সুফিয়া বেগম, জেলা মহিলাদলের সহসাংগঠনিক সম্পাদিকা আনোয়ারা পারভিন আনু, সদর উপজেলা মহিলা দলের সহ-সভানেত্রী সেলিনা পারভিন শেলী,সহসাংগঠনিক সম্পাদিকা সুফিয়া মাহমুদ রেখা প্রমুখ। পরে প্রধান অতিথি সানন্দা বিউটি পার্লার হাউসের আয়োজনে পৃথক আরেকটি অনুষ্ঠানে মাধ্যমে দুস্থদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।