যশোরে আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ শুরু

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে শুরু হয়েছে দুইদিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ কারাতে অর্গানাইজেশনের আয়োজনে  শুক্রবার থেকে শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম দিনেই পদক জয়ে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। তারা তিনটি স্বর্ণ, সমান সংখ্যক রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ পদক জয় করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। তারা একটি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করেছে। আয়োজকরা জানান,বাংলাদেশের ১৮০ জন, ভারতের ২১, নেপালের ৩৪, ভুটানের পাঁচজন, শ্রীলঙ্কা ও জাপানের একজন করে প্রতিযোগি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তবে কতজন ছেলে ও মেয়ে রয়েছে সে পরিসংখ্যান তারা দিতে পারেন নি। প্রতিযোগিতায় শ্রীলঙ্কা ও জাপানের কোন প্রতিযোগীকে অংশ গ্রহণ কিংবা তাদের উপস্থিতি দেখা যায়নি। এরআগে প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টেকনিক্যাল ডাইরেক্টর তেতসুরো কিতামুরা, জেলা ক্রীড়া সংস্থার কারাতে পরিষদের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন টুটুল।