ফুলতলায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা॥ ফুলতলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জামিরা সড়কে অভিযান চালিয়ে মিতা সুইটস এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলতলা বাজারের চৌরঙ্গী মোড়ে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অপরাধে সাতক্ষীরা ঘোষ ডেয়ারির মালিক অসিত ঘোষকে ১ হাজার এবং মিতা সুইটসের মালিক অনুকুল বিশ্বাসকে ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।