লাল দিঘির পাড়ে দাঁড়াতে দেবো না, আন্দোলনের ঝাল কেমন দেখিয়ে দেবো:শাহীন চাকলাদার

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি মঙ্গলবার যশোরের দড়াটানা ভৈরব চত্বরে এক সমাবেশে জেলা বিএনপির উদ্দেশ্যে বলেছেন, লাল দিঘি পাড়ে দাঁড়াতে দেব না। আন্দোলন করবা, আন্দোলনের ঝাল কেমন দেখিয়ে দেব। পুলিশ আপনাদের দিয়ে দিলাম, পুলিশসহ আসেন খেলি। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আর পুলিশ আপনাদের হাতে হাত কড়া না পরিয়ে গোলাপ ফুল দেবে নাকি?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে শাহীন চাকলাদার আরও বলেন, সারা পৃথিবী এই মুহূর্তে অন্ধকারে নিমজ্জিত। একমাত্র দেশ বাংলাদেশ আলোকিত আছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আলো জ্বালিয়ে যাচ্ছেন। আজকে আমেরিকা মানবাধিকার এবং গণতন্ত্রের কথা বলে। তাদের দেশে সবচেয়ে মানবাধিকার লঙ্ঘন হয়। তাদের দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যে দেশে মানবাধিকার ও গণতন্ত্র অক্ষুণ্ন আছে,যা পৃথিবীর আর কোন দেশে নেই। আওয়ামী লীগ কখনো ভোট ডাকাতি করে না, তারা ভোট ডাকাতদের প্রতিহত করে।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ বিপু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা মিলি, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, আলমগীর কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনি প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মীর জহুরুল ইসলাম।