বিএনপি নেতা আব্দুর রশিদ চাকলাদারের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা আব্দুর রশিদ চাকলাদার ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  বুধবার সন্ধ্যায় তিনি ৬৩ বছর বয়সে ইউনিয়নের শেখহাটি গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  বৃহস্পতিবার বাদ জোহর ইউনিয়নের শেখহাটি গ্রামে তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিএনপি নেতা আব্দুর রশিদের মৃত্যুর সংবাদ শুনে তার স্বজনদের সমবেদনা জানাতে তার বাসভবনে যান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। বাদ জোহর শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা ও দাফনে অংশ নেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু,সহসভাপতি আমিনুর রহমান মধু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লাল্টু,সাবেক সভাপতি শাহজালাল প্রমুখ।
বিএনপি নেতা আব্দুর রশিদ চাকলাদারের মৃত্যুতে শোক জানিয়েছেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।