যশোরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তরিকুল ইসলামের কবর জিয়ারত

0

 

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচি  রোববার থেকে শুরু হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দকে সাথে নিয়ে কারবালা কবরস্থানে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন। কবর জিয়ারতে অংশ নেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ। আজ সোমবার বেলা ২টায় দলীয় কার্যালয়ের সামনে ছাত্র-সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশে জেলা ছাত্রদলের অধীনস্ত সকল ইউনিটের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ।