ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী । ১৯৭৮ সালের এই দিন বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শিক্ষ, ঐক্য, প্রগতির পতাকবাহী এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন। দলটি প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন- সংগ্রামে সামনের সারিতে দেখা গেছে । বিশেষ করে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের গৌরবময় ভূমিকা রয়েছে। আবার আশি ও নব্বই দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমুহের ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখ্যযোগ্য অবস্থান ছিল। বিভিন্ন সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতিত নিপীড়িত, অধিকার বঞ্চিত ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়ে দলটির নেতা কর্মীর প্রশংসা কুড়িয়েছেন। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে দলটি অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন। দলটির ৪৪ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আজ কর্মসূচির প্রথম দিন সকাল সাড়ে ১০ টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করবেন দলটির নেতাকর্মীর। এছাড়া সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে। আগামীকাল একই স্থানে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।