সুরধুনীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ নাচে-গানে যশোরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুরধুনী সংগীত নিকেতনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে বিকেল থেকে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত পর্যন্ত। এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।  সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। অন্যান্যের ভেতর বক্তৃতা করেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ অ্যাড. মাহমুদ হাসান বুলু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি সুকুমার দাস প্রমুখ। ভ্রমর উড়ছে ফুলে ফুলে এই গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর একে একে সংগঠনের শিল্পীরা লোকসংগীত, আধুনিক গান,দেশের গান,রবীন্দ্র ও নজরুল সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে দর্শকদের বিমোহিত করেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন তরিকুল ইসলাম ও দোলন চাঁপা।