বাল্যবিয়ে :যশোরে কাজী সমিতির সভাপতিসহ ৩ জনকে দণ্ড

0

স্টাফ রিপোর্টার॥ বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বৃহস্পতিবার যশোর শহরের মুজিব সড়কের কাজী অফিসের কাজী মাওলানা মো. মনিরুল ইসলাম ও তার দুই সহযোগীকে কারা ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।  সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী ও রাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের সমন্বয়ে গঠিত একটি টিম মুজিব সড়কের (ঈদগাহের বিপরীতে) কাজী অফিসে অভিযান চালায়। এ সময় রেজিস্ট্রার তল্লাশি করে বাল্য বিয়ে সম্পাদনসহ বর ও কনের সঠিক বয়স না লেখার প্রমাণ পাওয়া যায়। এ কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মো. মনিরুল ইসলামকে বাল্য বিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৯ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া তার সহযোগী শহরতলীর বিরামপুরের মমতাজ উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান ও শহরের রেলগেটের মনিরুল ইসলামের ছেলে তারিকুল ইসলামকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।