হুজুর ইয়াসিন হত্যা মামলার আসামি শফিকের আদালতে আত্মসমর্পণ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার আলোচিত ইয়াসিন আরাফাত ওরফে হুজুর ইয়াসিন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি শফিক সোমবার আদালতে আত্মসমর্পণ করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল এ সময় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শফিক বেজপাড়া তালতলার সৈয়দ আহমেদের ছেলে।  উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাতে শংকরপুর চোপদারপাড়ায় রেললাইন সংলগ্ন ব্রাদার্স ক্লাবের ভেতর প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে নিহত হুজুর ইয়াসিন। আধিপত্য বিস্তারসহ নানা বিরোধের জের ধরে তিনি খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহানা আক্তার নিশা কোতয়ালি থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম। আত্মসমর্পণকারী শফিক এই মামলার চার্জশিটভুক্ত আসামি।