ঝিকরগাছায় শিক্ষা উপকরণ বিতরণ

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে জামিল-ওমর স্মৃতি শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।  এ উপলক্ষে রোববার সকালে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন পোফের আয়োজনে ঝিকরগাছা উপজেলার কালিয়ানী দারুস সালাম খানকা শরীফ প্রাঙ্গণে  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পোফের নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান। অনুষ্ঠানে নিত্যনন্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমিনী রামচন্দ্রপুর দাখিল মাদরাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে খেলার সামগ্রী ফুটবল, ভলিবল ও নেট এবং শিক্ষা সামগ্রী খাতা, কলম, পেন্সিল, ইরেজার, স্কেল, কাটার ও লুডু বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, মানিকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুর ইসলাম, নিত্যনন্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহবত আলী, আমিনী রামচন্দ্রপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল হালিম প্রমুখ।