মেক্সিকান কোচের পদত্যাগ

0

স্পোর্টস ডেস্ক॥ সৌদি আরবের বিপক্ষে ম্যাচ জয়ের পরও হতাশ হয়েছে মেক্সিকো। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা যেতে পারেনি শেষ ষোলোতে। আর তাতেই মন ভেঙেছে জেরার্ডো টাটা মার্টিনোর। ব্যর্থতার দায় নিয়ে কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন তিনি। মিডিয়া আউটলেট মেক্সিকান ফুটবল ফেডারেশনের এক পরিচালকের বরাত দিয়ে জানিয়েছে, মার্টিনো ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন যে তিনি তার চুক্তি নবায়ন করবেন না। মেডিওটিম্পো তাদের প্রতিবেদনে বলেছে, চারপাশের সমালোচনার কারণেই তিনি মেক্সিকান জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হয়েছেন। গত বছর খারাপ ফলাফলের কারণে তিনি ক্রমাগত আক্রমণ ও অনুরাগীদের সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন। এমনকি তার যোগ্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। ২০২০ টোকিও অলিম্পিকে মেক্সিকো ব্রোঞ্জ জয় করেছিল। সেখানে তিনি মেক্সিকানদের কোচ ছিলেন।