যশোর জেলা পরিষদের বিদায়ী প্রকৌশলী নূরুল ইসলামকে সংবর্ধনা

0

 

বুধবার যশোর জেলা পরিষদের আয়োজনে প্রকৌশলী এসএম নূরুল ইসলাম চাকরি থেকে অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। অনুষ্ঠানে  বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান সরদার, সদস্য গৌতম চক্রবর্তী ও বিদায়ী কর্মকর্তা প্রকৌশলী এসএম নূরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের উচ্চমান সহকারী আব্দুল আজিজ। এসএম. নূরুল ইসলাম গত ২০ নভেম্বর নির্বাহী প্রকৌশলী এলজিইডি হতে চাকরি জীবন থেকে অবসরে যান। এলজিইডি যশোর অঞ্চল হতে এসএম নূরুল ইসলামকে গত ২০ নভেম্বর তারিখে বিদায় সংবর্ধনা দেয়া হয়। নূরুল ইসলাম যশোর জেলা পরিষদে ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি সর্বমহলে একজন সৎ, সাদামনের মানুষ এবং সামাজিক প্রকৌশলী হিসেবেও পরিচিত। লেখক ও গবেষক হিসেবেও তার খ্যাতি রয়েছে। যশোর জেলা পরিষদে বুধবার দুপুরে যশোর জেলা পরিষদ মিলনায়তনে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নূরুল ইসলাম একজন সৎ, নিষ্ঠাবান ও গুণী প্রকৌশলী। জেলা পরিষদে কর্মরত থাকা অবস্থায় যশোরের ইতিহাস ঐতিহ্য ও যশোর জেলা পরিষদের ১২৭ বছরের গৌরব গাঁথা ইতিহাস সম্বলিত বই প্রকাশ করেন। শতবর্ষীতে প্রকাশিত নানা তথ্য-উপাত্ত তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রকৌশলী হয়েও তিনি প্রাচীন যশোরের গৌরব গাঁথা অনেক ইতিহাস ‘শতবর্ষী’তে তুলে ধরেছেন বলে তাকে ধন্যবাদ জানানো হয়। নূরুল ইসলাম তার অভিব্যক্তিতে জানান শতবর্ষী’র চেয়েও অনেক বেশি তথ্য সম্বলিত আরো একটি বই প্রকাশের চেষ্টা করছেন। পরবর্তী বইটি প্রকাশের ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি।