ছেলের জানাজায় যাওয়ার সময় সড়কে প্রাণ গেল পিতার

0

 

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ ছেলের জানাজায় যাওয়ার সময় সড়কে প্রাণ হারালেন পিতা জামাল হোসেন (৬৫)। একই দিনে দুই কর্তাকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছে পরিবারটি। নিহত জামাল হোসেন বেনাপোল পৌরসদরের কাগজপুকুর গ্রামের মৃত ছবি মোড়লের ছেলে। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, জামাল হোসেনের বড় ছেলে জিয়াউর রহমান জিয়া (৪০) তার নানা বাড়ি ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নওয়াালী গ্রামে স্ত্রী ও দুই পুত্র নিয়ে বসবাস করতেন। শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর পেয়ে শনিবার ভোরে জামাল হোসেন তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যানযোগে নওয়ালী গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ঝিকরগাছা উপজেলাধীন গদখালী বাজারে পৌঁছালে ভ্যানের সামনে দিয়ে একটি বিড়াল দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় ভ্যানচালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় জামাল হোসেন ভ্যান থেকে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। সাথে থাকা পরিবারের অন্যরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা আশংকাজনক হওয়ায় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে জামাল হোসেনের মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক নিশি। শনিবার সকাল ১১টায় জানাজা শেষে ছেলে জিয়াউর রহমানের লাশ নওয়ালী গ্রামে দাফন করা হয়েছে এবং আসরবাদ কাগজপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পিতা জামাল হোসেনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। একদিনে পিতা-পুত্রের মৃত্যুর ঘটনায় পরিবারসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।