মহেশপুরে স্কুলছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য

0

 

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুরে নবম শ্রেণীর স্কুলছাত্রী জুথির মৃত্যু নিয়ে এলাকায় গুঞ্জন ও প্রশ্নের সৃষ্টি হয়েছে সে আত্মহত্যা করেছে, না তাকে হত্যা করা হয়েছে ? জানা গেছে, উপজেলার শ্রীনাথপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে গুড়দহ হাইস্কুলের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির মেধাবী ছাত্রী জুথি খাতুন (১৫) সকালে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়। ব্যাগে থাকা পানির পট থেকে পানি পান করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে প্রথমে জীবননগর,পরে চুয়াডাঙ্গা সেখানেও অবস্থার অবনতি হলে রাজশাহী নিয়ে যাওয়ার পথে জুথির মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। জুথির মৃত্যু নিয়ে এলাকায় গুঞ্জন ওঠে কে বা কারা পানির পাত্রে বিষ প্রয়োগ করে মৃত্যুর ঘটনা ঘটাতে পারে।  সুরতহাল প্রতিবেদন তৈরিকারী এসআই আব্দুস সালাম বলেন, নিহতের পিতার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার পর সন্দেহ হলে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে তার স্কুল ব্যাগে একটি চিঠি নিয়ে নানা রহস্য সৃষ্টি হয়েছে। চিঠিতের উল্লেখ করা হয় ’’তোর সাথে পারলাম না তাই তোকে ক্ষতি করতে বাধ্য হলাম’’। চিঠিতে কোন নাম ঠিকানা না থাকলেও ইতি তোর কাছের লোক উল্লেখ করা হয়েছে। তার কোন সহপাঠী এটি করতে পারে বলে এলাকাবাসীর ধারণা করছে।