যশোর কম্পিউটার সিটি ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর কম্পিউটার সিটি ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে রফিকুল ইসলাম সভাপতি ও তামিম আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার জেস টাওয়ার মার্কেটে  এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সাতটি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে যুগ্ম সম্পাদক মো. রানা হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিতরা  হলেন- সহসভাপতি মো. ইমরান আলী, কোষাধ্যক্ষ রেজাউল করিম,কার্যনির্বাহী সদস্য  হাসান মোস্তফা শিমুল ও শফিকুল ইসলাম। সকাল ১০টা থেকে শুরু হওয়া  ভোট গ্রহণ  শেষ হয় বিকেল ৩টায়। নির্বাচনে ৪৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন, নির্বাচন কমিশন চেয়ারম্যান শহিদুল হক বাদল এবং অপর দুই সদস্য আহসান কবীর ও অ্যাড. তাহমিদ আকাশ।