টুনিয়াঘরা মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

0

 

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান। সহকারি মৌলভী শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য মারুফ হোসেন, নূরুল ইসলাম, প্রভাষক নূরুল হক, মনিরুল ইসলাম, সহকারি শিক্ষক মাহবুর রহমান, নজরুল ইসলাম, পরীক্ষার্থী সাওদা খাতুন, আয়শা আক্তার, সানজিদা খাতুন, নূর জাহান প্রমুখ। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের ফুল, কলমসহ বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করা হয়। পরে তাদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।