বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ উপলক্ষে যশোরে প্রচারণা গণসংযোগ ও প্রস্তুতি সভা

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করতে যশোরের বিভিন্ন স্থানে দলটির বিভিন্ন শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠন প্রস্তুতিমূলক কর্মকা- অব্যাহত রেখেছে। চালানো হচ্ছে প্রচারণা কর্মকা-। এর অংশ হিসেবে গতকাল যশোর শহর, নরেন্দ্রপুরে লিফলেট বিতরণ করেছেন নেতৃবৃন্দ। এছাড়া প্রস্তুতি সভা করেছে সদর উপজেলা যুবদল।
প্রচারণামূলক এ কর্মকা-ে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা কমিটির আহ্বায়ক নার্গিস বেগমসহ নেতৃবৃন্দ।
গতকাল সোমবার যশোর নগর বিএনপি শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। দলীয় কার্যালয় থেকে নগর বিএনপির নেতৃবৃন্দ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমকে সাথে নিয়ে মিছিল সহকারে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করেন। এরপর বঙ্গবাজার থেকে শুরু করে এমকে রোড, চৌরাস্তা থানার মোড় , স্বর্ণপট্টি, হাজী মুহম্মদ মহসিন রোডের পথচারী ও দুই পাশের ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারণা লিফলেট বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে যশোর শহর। লিফলেট বিতরণ ও গণংসযোগকালে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধূরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুখ হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।রূপদিয়া (যশোর) সংবাদদাতা জানান, আগামী ২২ তারিখ বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল সোমবার যশোরের রূপদিয়া বাজারে সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান অতিথি আগামী ২২ তারিখের গণসমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান। বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে লিফলেট বিতরণ কার্যক্রম জনসমাবেশে পরিণত হয়। নেতা কর্মীদের স্লোগানে রূপদিয়া বাজার প্রকম্পিত হয়ে ওঠে। সমাবেশ ও লিফলেট বিতরণ করার সময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আন্জুরুল হক খোকন, সহসভাপতি অধ্যাপক আব্দার খান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সহ সভাপত আব্দুল জলিল গোলদার, সাধারণ সম্পাদক এস এম আবু রাসেল, যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, সোহেল রানা তোতা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, প্রচার সম্পাদক ও রূপদিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান লিটু, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান খাঁন, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সহ সভাপতি নির্মল কুমার বিট, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভির রায়হান তুহিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, সদর উপজেলা ছাত্র দলের আহবায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল আহমেদ, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আজিম হোসেন মিন্টু,রামনগর যুবদলের নেতা রাজিব হোসেন, কচুয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রকির উদ্দিন,যুবদল নেতা মনিরুজ্জামান নান্টু, রনি ইসলাম, মিরাজ খান, নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইমামুল ইসলাম তুহিন, পলাশ খান।
অপরদিকে যশোর সদর উপজেলা যুবদল ও জেলা মহিলা দলের আলাদা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ে সভা দুইটি অনুষ্ঠিত হয় গতকাল। সদর উপজেলা যুবদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা মহিলা দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম । অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদিকা নাহিদা আক্তার, যুগ্ম-সম্পাদিকা শামসুন্নাহার পান্না, সহ-সাংগঠনিক সম্পাদিকা আনোয়ার পারভীন আনু, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদিকা মনোয়ারা মোস্তফা, নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা সাবিহা সুলতানা, সদর উপজেলা যুবদলের যুগ্ম – আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ, বুলবুল চৌধুরী, খুরশিদ আলম বাবু, মাষ্টার শফিকুল ইসলাম প্রমুখ।