খাজুরায় ১৬ দলীয় ফুটবলের উদ্বোধনী খেলায় খানপুরের শুভ সূচনা

0

 

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় আদর্শ সমাজ কল্যাণ সমিতি এ টুর্নামেন্টের আয়োজন করে। শনিবার বেলা সাড়ে তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক বন্দবিলা ইউপি চেয়ারম্যান কমরেড সবদুল হোসেন খান। রেফারি জিল্লুর রহমানের বাঁশিতে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে যশোরের খানপুর ফুটবল একাদশ ও মাগুরার গোপাল গ্রাম ফুটবল একাদশ। অমিমাংসিত খেলায় ট্রাইব্রেকারে খানপুর ১-০ গোলে গোপাল গ্রামকে পরাজিত করে। বিজয়ী দলের আজিজুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টে পরিচালনা করেন আদর্শ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম হিরা।
ইউসুফ আলী খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন এটি হক গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান রোমেল, নান্দনিক ট্রেডিং লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির হোসেন ও খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ অভিজিৎ সিংহ রায়। আগামী ২৯ সেপ্টেম্বর একই ভ্যেনুতে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে যশোরের নারিকেলবাড়িয়া ফুটবল একাদশ ও মাগুরার তালখড়ি ফুটবল একাদশ।