নড়াইলে জাতীয় পার্টির মতবিনিময়

0

 

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলে জাতীয় জাতীয় পার্টির মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সার্কিট হাউজে বৃহস্পতিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি ফায়েকুজ্জামান ফিরোজ। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জহুরুল হক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন চাকলাদার ও সুমন আশরাফ, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জুবায়ের, নড়াইল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান হাদি, জাতীয় পার্টির নেতা মিলন মল্লিক, পৌর সভাপতি তালুকদার জাহাঙ্গীর, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন সাফা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইভিএম’র নির্বাচনে আমাদের আস্থা নেই। এই সরকারের সাথে আমাদের কোন প্রেম নেই। আমরা বর্তমানে আওয়ামী লীগের সাথে নেই। এই দুর্নীতিবাজ সরকারের পতন চাই। এছাড়া আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ এর সাংসদ পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসাবে ফায়েকুজ্জামান ফিরোজের নাম ঘোষণা করেন।