তালায় বালবিয়ে পণ্ড মুচেলকা দিয়ে রক্ষা!

0

 

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালি মাদ্রাসায় ৮ম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মুচেলকা দিয়ে রক্ষা পান উভয় পক্ষের অভিভাবকরা। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুসের কার্যালয়ে এই মুচেলকা দিতে হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, শনিবার ওই ছাত্রীর সাথে বালিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মো. শাহিনের সাথে বিয়ের দিন ধার্য ছিল। মেয়ের বাড়িতে রান্না-বান্নাও চলছিল। এমন সময় মহিলা বিষয়ক অফিসের আওতায় কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার নাজমুল সরদার ও ভিজিডি কর্মসূচির প্রশিক্ষক রাজিবুল ইসলাম সেখানে হাজির হন। পাটকেলঘাটা থানার এস আই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দলও সেখানে উপস্থিত হন। এ সময় উভয় পক্ষকে এসি ল্যান্ড অফিসে হাজির করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেন ও বিয়ে বন্ধ করান।