পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

0

পাইকগাছা (খুলনা) সংবাদদতা॥ খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেলচালক আব্দুল হাকিম(৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত্যু মাদার গাজীর ছেলে। রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া কপোতাক্ষ ব্রিজ রোডের তাজউদ্দীনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। একই এলাকার কোনা গাজীর ছেলে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে ধাক্কা দিলে বৃদ্ধ বাইসাইকেলসহ পড়ে গেলে মাথা রক্তাক্ত জখম হন। কান মুখ দিয়ে রক্ত বের হয়। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, মরদেহের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।