যশোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে নার্গিস বেগম, গুলি করে বিএনপিকে তার লক্ষ্য থেকে সরানো যাবে না

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন। জনগণের সকল গণতান্ত্রিক ও মৌলিক অধিকার সুরক্ষা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার শপথ নিয়ে তিনি তা রক্ষা করেননি। এ কারণে আজ যারা অন্যায় অপকর্মের বিরুদ্ধে কথা বলছে সরকার তার অনুগত প্রশাসন দিয়ে তাদেরকে গুলি করে হত্যা করছে। এভাবে গুলি করে বিএনপিকে তার লক্ষ্য থেকে সরানো যাবে না।
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের নির্বিচার গুলিতে যুবদল কর্মী শাওন মাহমুদ হত্যার প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি কখনোই ক্ষমতায় যাওয়ার জন্যে আন্দোলন করে না। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠাসহ স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিষ্কন্টক রাখতে দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে বিএনপি নির্যাতন নিপীড়ন সহ্য করেও আন্দোলন করে আসছে। অন্যদিকে সরকার ক্ষমতা হারানোর ভয়ে অনুগত পুলিশ বাহিনী ও দলীয় সন্ত্রাসী দিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলা চালিয়ে একের পর এক নিরীহ কর্মীদের হত্যা করছে। জনগণের দাবির কথা বলতে গিয়ে শাওন মাহমুদের মত নিরীহ নিরপরাধ নাগরিককে পুলিশের হাতে জীবন দিতে হয়। পুলিশের অস্ত্র গুলি কেনা হয় জনগণের টাকায়, সরকারের নিজের টাকায় নয়। সেই গুলি আজ তারা জনগণের বুকে চালাচ্ছে। এই সরকার বিদেশী প্রভুদের কৃপায় এবং জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। আর বিএনপি বরাবরই জনগণের রায়ে ক্ষমতায় গেছে। সরকার কেবল আওয়ামী নামক একটি বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, সমগ্র জনগণকে নয়। সংবিধান জনগণের কথা বলার স্বাধীনতা দিয়েছে। সরকার প্রতিনিয়ত একের পর এক জনগণের মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। অধ্যাপক নার্গিস বেগম বলেন, ১/১১-এর অশুভ শক্তির সাথে আঁতাত করে ক্ষমতায় আসার পর আওয়ামী সরকার গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দেয়। তাই আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র অগ্রযাত্রাকে ফিরিয়ে আনতে হবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুুল হক সেতু, মণিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা মহিলা দল নেত্রী অ্যাড. মৌলুদা পারভিন রিনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল ও নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।