যশোরে পিকনিক কর্নার রক্ষায় মানববন্ধন

0

লোকসমাজ ডেস্ক॥ যশোরের প্রাচীন বিনোদন কেন্দ্র ক্ষণিকা পিকনিক কর্নার ভেঙে সড়কের ওয়েট স্কেল স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
যশোর নাগরিক অধিকার আন্দোলনসহ একাধিক পরিবেশবাদী সংগঠন শনিবার সকালে পিকনিক কর্নারের সামনে যশোর-খুলনা মহাসড়কের পাশে মানববন্ধন করেন।
মানববন্ধনে ওয়েট স্কেল প্রকল্পটি পিকনিক কর্নার থেকে সরিয়ে অন্য স্থানে নেয়ার দাবি করা হয়। বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রকৃতির লীলাভূমি হিসেবে খ্যাত ক্ষণিকা নামের এই পিকনিক কর্নার। এর সবুজ বেষ্টনি ও দীঘির স্বচ্ছ জলকে কেন্দ্র করে প্রাণী বৈচিত্রের পরিবেশ তৈরি হয়েছে। আসে অতিথি নানান পাখিও। প্রকৃতিপ্রেমীদের প্রিয় এ স্থান ধ্বংশ করতে দেয়া হবে না।
বক্তারা সড়ক ও জনপদ বিভাগের কাছে পিকনিক কর্নারকে বিনোদন কেন্দ্র হিসেবে রাখার দাবি করেন।