চৌগাছার মাদক ব্যবসায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লেন্টু খুলনায় আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের একটি মামলায় সাজাপ্রাপ্ত আব্দুর রাজ্জাক ওরফে লেন্টুকে (৬০) আটক করেছেন র‌্যাব সদস্যরা। রোববার (২৩ জুলাই) খুলনার খালিশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আব্দুর রাজ্জাক লেল্টু যশোরসহ দেশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। গত ২০০৫ সালে তিনি বিপুল পরিমাণ ফেনসিডিলসহ চৌগাছা থানা পুলিশের হাতে আটক হয়েছিলেন। পরে তিনি আদালত থেকে জামিন পেয়ে ফের মাদকের ব্যবসায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে চৌগাছা থানার ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদ- এবং ২০ হাজার টাকান অর্থদ- অনাদায়ে আরও ৩ মাসের কারাদ- প্রদান করেন। এরপর থেকে আব্দুর রাজ্জাক ওরফে লেল্টু পলাতক ছিলেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাকে খুলনার খালিশপুর এলাকা থেকে আটক করা হয়।