নুরুজ্জামানের মৃত্যুতে দোয়া মাহফিল

0

 

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সিএন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নূরুজ্জামানের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসর নামাজের পর বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ আলোচনাসভা ওদোয়া মাহফিল অনুষ্টিত হয়। আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান। অনুষ্টানে মরহুম নূরুজ্জামানের স্মরনে স্মৃতিচারণ করে বক্তব্য দেন বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, সিনিয়র সহসভাপতি খায়রুজ্জামান মধু, সিএন্ডএফ অ্যাসোসিয়েমনের নেতা ও সিএন্ডএফ ব্যবসায়ী মহসিন মিলন, আবু তাহের ভারত, কামাল উদ্দিন শিমুল, নাজিম উদ্দিন, শাহাবুদ্দিন, এনামুল হক মুকুল, নাসির উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, আলী কদর সাগর, আব্দুল লতিফ, মজনুর রহমান, আতিকুজ্জামান সনি, সাজেদুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. সফিউর রহমান।