খুলনায় একই স্থানে আ.লীগ ও বিএনপির সভা আহবান কেএমপির নিষেধাজ্ঞা

0

 

খুলনা ব্যুরো ॥ খুলনায় একই দিনে, একই স্থানে, একই সময়ে ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও বিএনপি কর্মীসভার আহবান করায় নিষেধাজ্ঞা জারি করে কেএমপি। দুটি দলই বৃহস্পতিবার বিকেলে বয়রা বাজারে এ সভার আয়োজন করেছিল। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক।
নগর বিএনপি আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা বলেন, ‘১৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বয়রা বাজারে কর্মীসভার আয়োজন করা হয়। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। কিন্তু পরে জানতে পারলাম একই স্থানে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। সোনাডাঙ্গা থানা পুলিশ ওয়ার্ড বিএনপি নেতাদের সেখানে সভা করতে নিষেধ করেছে। পরবর্তীতে সহিংসতা এড়ানোর জন্য কর্মীসভা বিকেল চারটায় দলীয় কার্যালয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়।’
অপরদিকে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা বলেন, ‘বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরণের কটুক্তি করছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সোনাডাঙ্গা থানার উদ্যোগে বয়রা বাজারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আমরা যথাসময়ে সভাস্থলে উপস্থিত হবো। তবে পুলিশ আমাদের সেখানে সভা করতে না দিলে ফিরে আসবো।’
সোনাডাঙ্গা থানা পুলিশের ওসি মো. মমতাজুল হক বলেন, ‘একই স্থানে সভার আয়োজন করা হলে শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ জন্য উভয়দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে একই স্থানে সভা না করার জন্য অনুরোধ করা হয়।’