কুয়াদায় ভার্মি কম্পোস্ট সার ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা

0

কুয়াদা (যশোর) সংবাদদাতা॥ যশোরের কুয়াদায় জৈব কৃষিতে সমৃদ্ধির সমম্ভাবনায় ভার্মি কম্পোস্ট সার ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মনিরামপুরের কুয়াদা জামজামী গ্রামে নারী উদ্যোক্তা, ভার্মি কম্পোস্ট ব্যবহারকারী কৃষক, বিভিন্ন ফসল উৎপাদনকারী কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। দ্বীপ্ত এগ্রো বিডি লিমিটেডের স্বত্বাধিকারী ইফতেখার সেলিম অগ্নির আয়োজনে এবং উপজেলা কৃষি বিভাগ ও কুয়াদা নার্সারি মালিকের সহযোগিতায় এ মতবিনিময় সভা হয়।
বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. এখলাছ উদ্দিন দ্বীপ্ত ভার্মি কম্পোস্ট পরিদর্শন করেন। এসময় তিনি এলাকার কৃষি উন্নয়ন এবং কৃষকের আয় বৃদ্ধির জন্য কম্পোস্ট সার কাজ করছে বলে সন্তোষ প্রকাশ করেন।
অপরদিকে, বিকেলে আলোচনা সভায় ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনিরামপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহিন ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন শাহানাজ, উপ-সহকারী কৃষি অফিসার অচিন্ত্য কুমার ভৌমিক, দ্বীপ্ত ভার্মি কম্পোস্টের প্রধান উদ্যোক্তা সুলতানুজ্জামান তিতু, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন, কুয়াদা নার্সারী মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ খাঁ প্রমুখ।