সাংবাদিক আকরামুজ্জামানের পিতার দাফন সম্পন্ন

0

 

স্টাফ রিপোর্টার॥ দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আকরামুজ্জামানের পিতা আলহাজ মাওলানা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শেখের বাথান গ্রামে নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাযায় বাঘারপাড়া উপজেলাসহ বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
জানাযার আগে প্রখ্যাত আলেম আলহাজ মাওলানা সিরাজুল ইসলামের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাঘারপাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হায়দার আলী, রায়পুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা, দড়াটানা মাদরাসার সাবেক শিক্ষক পীরজাদা ইমাদ উদ্দিন, বাঘারপাড়া সিদ্দিকিয়া সিনিয়র মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, যশোর বারান্দিপাড়া কওমি মাদরাসার মুফতি শামসুর রহমান, মরহুমের জামাতা জেলা ফতুয়া বোর্ডের সহসভাপতি মুফতি মোহাম্মদ হাফিজুর রহমান, মরহুমের ভাগ্নে মহিরণ মহিউসসুন্নাহ কওমি মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা মাসুম বিল্লাহ, মুফতি মাহমুদুল হাসান, অভয়নগর পায়রা ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, মরহুমের ছোট জামাতা ধলগ্রাম বীর প্রতীক কলেজের প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম ও মরহুমের বড় ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান।
নামাজে জানাযার ইমামতি করেন মরহুমের বড় ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান। জানাযায় আলেম ওলামাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, তিনি গত সোমবার রাত ৮ টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে বিছানায় শয্যাশায়ী ছিলেন।