খুলনায় কাঁচা মরিচের বাজার গরম

0

 

খুলনা ব্যুরো ॥ খুলনার বাজারে কাঁচা মরিচসহ প্রায় সব ধরণের সবজির দাম বৃদ্ধি পেয়েছে । তিনদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি অন্তত বৃদ্ধি পেয়েছে ৩০ টাকা। বিক্রেতারা বলছেন, বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় উৎপাদনও কম, ফলে দাম বাড়তি।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতিকেজি কাঁচা মরিচ ১৬০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০, উচ্ছে ৫০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, ঝিঙে ৪০ থেকে ৪৫, কুশি ৩৫ থেকে ৪০ টাকা, আলু ৩০ টাকা, দেশি পেঁয়াজ ৪৫ টাকা, রসুন ৮০ টাকা, কাকরোল ৫০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, কাঁচকলা প্রতিহালি ৪০ টাকা দরে বিক্রি হয়েছে।
বাজারে কাঁচা মরিচ প্রতিকেজি ১৬০ টাকা দরে বিক্রি হলেও গত তিন দিন আগেও বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা দরে। অর্থাৎ, তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি বৃদ্ধি পেয়েছে অন্তত ৩০ টাকা।
নগরীর শের-এ বাংলা রোডের কেসিসি সন্ধ্যা বাজারের ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ‘বাজারে সরবরাহ তুলনামূলক কম থাকায় কাঁচা মরিচের দাম বাড়তি। তবে পাইকারি বাজারে যখন সরবরাহ বৃদ্ধি পাবে তখন খুচরো বাজারেও দাম কমবে বলে আশা করা হচ্ছে।’
নগরীর নতুন বাজারের সবজি বিক্রেতা আলী হোসেন বলেন, ‘পাইকারী বাজারে চাহিদার তুলনায় সবজির সবরবাহ অনেক কম। আমদানি কম থাকায় বেশি দামে সবজি কিনতে হয়।’
বাজার করতে আসা জাহিদুল ইসলাম মল্লিক বলেন, ‘সবজির মূল্য কিছুটা কম থাকলেও দুই-তিন দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় কাঁচামরিচের দাম বেড়েছে অস্বাভাবিক।’ বাজার দর মনিটরিং ব্যবস্থা না থাকায় বেশি লাভের আশায় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে তাদের ইচ্ছামত দাম বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।