রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দুই পাশের মরা গাছগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে

0

ওসমান গণি. রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের পুলেরহাট থেকে ত্রিমোহনী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটারের প্রধান এ সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা শ শ মরা গাছ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সামান্য ঝড় বৃষ্টি বা দমকা বাতাসে এ সব গাছের ডালসহ গাছ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী যানবাহন ও যাত্রীবাহী বাসসহ সাধারণ পথচারীরা। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো জরুরি ভাবে সড়কের পাশ থেকে অপসারণ করা প্রয়োজন বলে জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, মণিরামপুর, কেশবপুর, তালা, কলারোয়া, চুকনগর, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার সাথে সংযোগ স্থাপনকারী প্রধান এ সড়ক জনচলাচলের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশের মরা গাছের কারণে আতঙ্কের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হলে এ সব মরা গাছের ডাল ভেঙে পড়ে থাকে সড়কের ওপর।
চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের সদস্য ও রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী জি.এম.মশিউর রহমান জানান, এ সড়ক দিয়ে অসংখ্য পরিবহনসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে। যে কোনো সময় গাছ বা গাছের ডাল ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।