তরিকুল ইসলামের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দ

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ। বুধবার বাদ জোহর নেতৃবৃন্দ যশোর শহরের কারবালা কবরস্থানে বরেণ্য এই রাজনীতিকের করব জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা,সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু,সহসভাপতি আমিনুর রহমান মধু, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল,নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব রবিউল ইসলাম রবি প্রমুখ।