নিষেধাজ্ঞার আগের দিন দৌলতদিয়া ঘাটে মোটরসাইকেলের চাপ

0

লোকসমাজ ডেস্ক॥ দুর্ঘটনা কমাতে ঈদের সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামীকাল বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের দিন আজ সকাল থেকেই ফেরিতে চাপ দেখা গেছে মোটরসাইকেলের।
মহাসড়কে সব ধরনের দুর্ভোগ, ভোগান্তি, ঝামেলা এড়াতে অনেকটা ঝুঁকি নিয়েই পরিবার-পরিজন নিয়ে ভোর রাতেই ঢাকা ছাড়ছেন অনেকেই। আর এমন চিত্র দেখা গেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে।
সরেজমিন দৌলতদিয়া ঘাটের কয়েকটি ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা ছোটবড় ফেরিগুলোতে প্রায় শতাধিক মোটরসাইকেল দেখে গেছে। এ সকল মোটরসাইকেলে রয়েছে একজন করে আরোহী। আর সঙ্গে থাকা ব্যাগগুলো মোটরসাইকেলে এক পাশে বাঁধা।
আবার অনেক মোটরসাইকেলেই শিশুসহ ৪ জন জীবনের ঝুঁকি নিয়েই ফিরছেন ঘরে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মোটরসাইকেল চালক বলেন, আমি ছুটিতে সব সময় মোটরসাইকেল নিয়ে বাসায় যাই, কাল থেকে নিষেধাজ্ঞা শুরু হবে বলে আজ বাসায় যাচ্ছি।
তিনি আরও বলেন, সড়কে সব দুর্ঘটনার জন্য মোটরসাইকেল দায়ী নয়, আর কেউ চায় না দুর্ঘটনার শিকার হোক। ইজিবাইক, মাহিন্দ্র, রিকশার জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটে তাদের উপর এমন নিষেধাজ্ঞা আসা উচিত।
কথা হয় পরিবার পরিজন নিয়ে রওনা হওয়া আরেক চালকের সাথে তিনি অনেকটা রেগেই বললেন, ‘যত দোষ সব মোটরসাইকেলের, সড়কে ভিন্ন ভিন্ন কারণে দুর্ঘটনা ঘটে, আমরা সময় বাঁচাতে এই যান ব্যবহার করি, এখন এখানেও অনেকের সমস্যা।
‘আমার মত অনেকেই চায় নিষেধাজ্ঞা না দিয়ে কীভাবে সড়কে শৃঙ্খলা ফেরানো যাবে কীভাবে দুর্ঘটনা এড়ানো যাবে সেদিকে লক্ষ রাখা, নিষেধাজ্ঞা কোনো সমাধান নয়।’
সূত্র : দেশ রূপান্তর