দ্বিতীয় বিভাগ ক্রিকেট রোববারের খেলায় জয়ী দিশারী ক্রীড়া চক্র

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লিগের রোববারের খেলায় জয় লাভ করেছে নব দিশারী ক্রীড়া চক্র। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টি বিঘিœত এ খেলায় ইয়াং ড্রাগন মার্শাল আর্টসকে ১১ রানে পরাজিত করে তারা। খেলা শুরুতে বৃষ্টি হানা দেয়। যে কারনে নির্ধারিত সময়ের অনেক পরে খেলা শুরু হয়। ফলে নির্ধারিত ৪০ ওভারের খেলা ১৫ ওভার নির্ধারন করা হয়। খেলায় টসে হেরে প্রথমে নব দিশারী ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে অরন্য ২৮, রাহুল ১৮, শহিদুল ইসলাম ১২ এবং জুবায়ের আহমেদ ১১ রান সংগ্রহ করেন। ইয়াং ড্রাগন মার্শল আর্টসের জাকির ২টি এবং লিয়ন ও জাহিদ ১টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে জুয়েল ৩২ এবং আনিছুর ২০ রান সংগ্রহ করেন। নব দিশারী ক্রীড়া চক্রের ফরহাদ, শিমুল, ইমন ও প্রদিপ ১টি করে উইকেট লাভ করেন।