যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ শতবর্ষী গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ শতবর্ষী গাছ অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার সকাল ১০টায় যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে নাগরিক আন্দোলন যশোর ও সেবা সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ১২টি সামাজিক সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের আহ্বায়ক মাস্টার নূর জালাল, ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান, নাগরিক আন্দোলনের নেতা আহসান উল্লাহ ময়না, সংগঠনের নির্বাহী সদস্য মাসুদুজ্জামান মিঠু, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবাদুর রহিম, পানিসরা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর ববেরজান বরুণ, আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের পাশের গাছ এক সময় আমাদের গৌরবের ছিল, এখন হয়েছে মরণ ফাঁদ। গাছের জন্যে মানুষ নয়, মানুষের জন্যে গাছ উল্লেখ করে বক্তারা বলেন, রাস্তার পাশের ঝুঁকিপূর্ণ গাছগুলোর কারণে এ সড়কে আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে। যার কারণে সরকার রাজস্ব হারাতে বসেছে। বেনাপোল বন্দর দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার ট্রাক এই পথে চলাচল করে। অথচ ঝুঁকিপূর্ণ গাছের জন্যে তাদের চলাচল বিঘিœত হচ্ছে এবং একই সাথে অর্থনৈতিক কর্মকা- বাধাগ্রস্ত হচ্ছে। এই সড়কটি সম্প্রসারণ করা না হলে যশোর অঞ্চলে ব্যবসায় প্রসার ঘটবে না। সেইসাথে পদ্মা সেতুর পূর্ণাঙ্গ সুবিধা ভোগ করতে পারবে না এ অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
তারা আরও বলেন, যশোর বেনাপোল সড়কের মরা, অতি বয়সী ও ঝুঁকিপূর্ণ গাছের কারণে ইতোমধ্যে অনেক মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অনেকে। এ কারণে অবিলম্বে এসব গাছ অপসারণ করার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।