যশোরে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অস্ত্র আইনের একটি মামলায় নুরুজ্জামান বাবু নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা জজ ফাহামিদা জাহাঙ্গীর এই রায় প্রদান করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন এপিপি অ্যাড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর একটি অস্ত্র মামলায় পুলিশের হাতে আটক হন ঝিকরগাছার উপজেলার কৃষ্ণনগর গ্রামের নজর আলীর ছেলে নুরুজ্জামান বাবু। পরে পুলিশ আদালতের অনুমতি সাপেক্ষে তাকে রিমান্ডে নেয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নুরুজ্জামানর বাবু পুলিশকে জানানর, তার ঘরের মধ্যে একটি অবৈধ অস্ত্র রয়েছে। এই তথ্যের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে কৃষ্ণনগর এলাকার ভাড়া বাড়ি থেকে একটি পাইপগান উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসআই বাবুল আক্তার ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে ২৪ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন থানার তৎকালীন এসআই মাহমুদ আল ফরিদ ভূঁইয়া। এই মামলায় আসামি নুরুজ্জামান বাবুর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।