মুড়লীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর মুড়লী রেল ক্রসিংয়ের কাছে পাবনার এক ব্যক্তির প্রাইভেটকার ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। পাবনা সদর উপজেলার গোপালপুর গ্রামের অরুন কুমার দাসের স্ত্রী ডলি রানী সরকার মামলাটি করেছেন।

মামলায় ডলি রানী সরকার উল্লেখ করেছেন, পাবনা সদর উপজেলার যুগিপাড়া মাঠ পাড়ার সন্তোষ দাসের ছেলে সঞ্জয় দাস তাদের প্রাইভেটকার চালান।

গত ২৩ নভেম্বর রাত ৯ টার দিকে বাগেরহাটের মংলায় যাত্রী আনার জন্য পাবনা থেকে রওনা দেন সঞ্জয় দাস। রাত আড়াইটার দিকে যশোরের মুড়লি রেল ক্রসিং পার হলে পেছন থেকে একটি মাইক্রোবাস এসে প্রাইভেটকারটির সামনে ব্যারিকেড দেয়। অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ওই মাইক্রোবাস থেকে নিজেদের ডিবি পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।

তার বলেন, প্রাইভেটকারের মধ্যে অবৈধ মালামাল আছে। এরপর তারা চালক সঞ্জয় দাসকে মাইক্রোবাসে তুলে নেন এবং হাত পা বেঁধে ফেলে। এরপর তারা প্রাইভেটকারের নিয়ন্ত্রণ নিয়ে নেন। গাড়িতে ওঠানোর পর সঞ্জয় দাসের মুখ বেঁধে ফেলা হয়।

পরদিন ভোরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরো এলাকায় গিয়ে সঞ্জয় দাসকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যান ওই ব্যক্তিরা। সেখান থেকে কৌশলে নিজেকে মুক্ত করেন সঞ্জয় দাস।

ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, তারা বিভিন্নভাবে জানতে পেরেছেন ওই ব্যক্তিরা প্রাইভেটকার নিয়ে ঢাকার দিকে চলে গেছেন। ডিবি পুলিশ প্রাইভেটকারটি উদ্ধারের জন্য কাজ করছে।