কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৯

0

 

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে গ্রেফতারদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, শনিবার রাতে পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মনোহরনগর গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোহন সরকারকে (৪৮) নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই অভিযানে নতুন মূলগ্রামের ওয়াজেদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী মাহাবুর রহমানকে (৩৭) পৌর শহর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জালাল উদ্দিনের ছেলে হযরত আলী (৩১), আলতাপোল গ্রামের আলতাফ হোসেনের ছেলে শাওন হোসেন (২২), সাবদিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মোক্তাসিন বিল্লাহ (২৮), কেশবপুর শহরের তরিকুল ইসলামের ছেলে সুপ্ত হাসান (২৫), কিসমত সানতলা গ্রামের শহর আলীর ছেলে মাহাবুবুর রহমান (৩০), ইব্রাহীম হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৩) ও মৃত আকবর আলীর ছেলে ইব্রাহীম হোসেনকে (৫৫) নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরমধ্যে গাঁজাসহ গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মাহাবুর রহমানের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে গ্রেফতারদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।