তালায় নাশকতার অভিযোগে যুবদলের দুই নেতা গ্রেফতার

0

 

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় নাশকতার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তালার মেলাবাজার ও রহিমাবাদের নিজ নিজ বাড়ি থেকে তালা উপজেলা যুবদলের এই দু নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক তালা সদরের মেলাবাজারের বাসিন্দা মির্জা আতিয়ার রহমান (৪৮) ও বহিষ্কৃত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তালার রহিমাবাদের বাসিন্দা সাঈদুর রহমান সাঈদ (৪০)।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, যুবদলের দু নেতা মির্জা আতিয়ার রহমান ও সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে মাদক সেবন ও নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।