যশোরে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

0

 

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে যশোর জেলা শিক্ষক – কর্মচারী ঐক্যজোট।  মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে শিক্ষক নেতারা বলেন,দেশের শিক্ষক সমাজ অবহেলিত ও বিভিন্নভাবে হয়রানি-নির্যাতনের শিকার। তাদের চাকুরির নিরাপত্তা, আর্থিক স্বচ্ছলতা , সামাজিক মর্যাদা নেই বলে বর্তমানে মেধাবীরা এই পেশায় আসতে চান না। বিভিন্ন শিক্ষকরা রাজনৈতিক হয়রানির শিকার হয়ে চাকরি হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। শিক্ষা ক্ষেত্রে আজ পর্বত সমান বৈষম্য বিদ্যমান। সরকারি-বেসরকারি স্কুলে কলেজ ও মাদ্রাসার শিক্ষক- কর্মচারীদের সমযোগ্যতা ও সম অভিজ্ঞতা থাকা সত্বেও বেতন স্কেলে ব্যাপক পার্থক্য রয়েছে। সরকারি স্কুল- কলেজের শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাৎসরিক ইনক্রিমেন্ট দেয়া হয়। সেখানে বেসরকারি শিক্ষকদের বেতন স্কেলের ২৫% ও কর্মচারীদের ৫০% উৎসব ভাতা দেওয়া হয়। বেসরকারি শিক্ষকদের সাথে এটি বিমাতা সূলভ আচরণের বহিঃপ্রকাশ। সরকারী কলেজ ও মাদ্রাসায় সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ আছে। কিন্তু বেসরকারি কলেজ- মাদ্রাসায় এই দুটি পদ নেই । আর্থিক স্বচ্ছলতা, নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা নেই। রাজনৈতিক কারণে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বিধি মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারেন না। শিক্ষক ও শিক্ষা বাঁচাতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের কোন বিকল্প নেই। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যশোর জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব উপাধ্যক্ষ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ইবাদত খান, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আমিনুর রহমান মধু, যুগ্ম-সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, আলমগীর সিদ্দিকী সহসভাপতি আবু সাঈদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিলন, প্রচার সম্পাদক কামরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হক লিটন, বাংলাদেশ শিক্ষক সমিতির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।