বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী, বরের পিতাকে অর্থদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে শিউলী আক্তার জবা (১৫) নামে এক কিশোরী। শুক্রবার দুপুরে শহরের পূর্ব বারান্দী পাড়ায় আয়োজিত এই বাল্যবিয়ে বন্ধ করে দেন আদালত। এ সময় বরের পিতাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পেশকার নজরুল ইসলাম জানান, পূর্ব বারান্দী পাড়ায় শিউলী আক্তা জবা নামে ওই কিশোরীর সাথে বেজপাড়া রানার অফিস এলাকার খোকন পাটোয়ারীর ছেলে বাপ্পী পাটোয়ারীর (২১) বিয়ে দেয়া হচ্ছে এমন খবর পেয়ে পূর্ব বারান্দীপাড়ার ওই বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় কিশোরী শিউলী আক্তার জবার বাল্যবিয়ে বন্ধের পাশাপাশি বরের পিতা খোকন পাটোয়ারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।