শৈলকুপায় জনতা ব্যাংক থেকে ৪ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

0

 

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ জনতা ব্যাংক ঝিনাইদহের শৈলকুপা শাখায় প্রতারণা করে ৪ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারক চক্র। বুধবার দুপুরে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ সুমী বেগম নামে এক নারী প্রতারককে আটক করলেও বাকি সদস্যরা পলাতক রয়েছে। আটক সুমি বেগম খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচর ইউনিয়নের বলরধনা গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন সকাল ১০ টার দিকে শৈলকুপার হাইস্কুল মার্কেটে অবস্থিত জনতা ব্যাংক শাখায় অতিরিক্ত ভিড় ছিল। সেই ফাঁকে প্রতারক চক্রের ৬ সদস্য ব্যাংকে ঢুকে লাইনে দাঁড়ায়। এরপর ক্যাশ কাউন্টারে গিয়ে বিদেশ থেকে রেমিট্যান্সের টাকা এসেছে বলে দাবি করে তারা। এভাবে ৬ জনের মধ্যে চার জন ৪ লক্ষাধিক টাকা উত্তোলন করে। এক পর্যায়ে চতুর্থ জন নারীকে টাকা দেওয়ার পর ভাউচার দেখে তাদের সন্দেহ হয়। তবে তার আগেই নারীসহ প্রতারক চক্র টাকা নিয়ে বের হয়ে যায়। খোঁজাখুঁজির পর পৌর এলাকার বৈকালীন দুধ বাজার থেকে নারীকে আটক করা হয়। তবে অপর ৩ প্রতারক পালিয়ে যায়।
এ ব্যাপারে শৈলকুপা জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক শাহীনুর ইমলাম বলেন, ‘প্রতারক চক্র টাকা উত্তোলনের দুটি ধাপ নিজেরাই জাল স্বাক্ষর করে ক্যাশ কাউন্টারে জমা দিয়ে টাকা উত্তোলন করে। আমাদের অসাবধানতার কারণে এমন ঘটনা ঘটেছে। আটক মহিলা আমাদের ব্যাংক হেফাজতে আছে। টাকা উদ্ধার না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’