গ্রাহকদের ২ কোটি ৭ লাখ টাকা আত্মসাৎ আল কারীম ফাউন্ডেশন যশোরের সভাপতি ও ম্যানেজার কারাগারে

0

 

স্টাফ রিপোর্টার ॥ গ্রাহকদের ২ কোটি ৭ লাখ টাকা আত্মসাতের মামলায় যশোরে আল কারীম ফাউন্ডেশনের সভাপতি নুরুল ইসলাম খান ও ম্যানেজার গোলাম রহমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুটি মামলার আসামিদের স্থায়ী জামিন আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম এই আদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, আসামিরা আল করীম ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠান খুলে তাদের সঞ্চয়ী প্রকল্পে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে স্বল্প ও দীর্ঘ মেয়াদী হিসেবে টাকা আমানত রাখতেন। ২০০৪ সালের ১৫ মার্চ থেকে ২০২১ সাল পর্যন্ত ফাউন্ডেশন কর্মকর্তারা বিভিন্ন লোকের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে স্বল্প ও দীর্ঘ মেয়াদী হিসেবে আমানত রাখেন। মেয়াদ পূর্ণ হলে লাভসহ গ্রাহকরা টাকা ফেরত চাইলে নানা তালবাহানা শুরু করে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। ফলে টাকা আদায়ে ব্যর্থ হয়ে চলতি বছরের জানুয়ারিতে ভুক্তভোগীদের মধ্যে দুজন গ্রাহকদের পক্ষে আদালতে দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে হাফিজুর রহমান গ্রাহকদের ১ কোটি ৯১ লাখ ৫ হাজার ৩৯৭ টাকা এবং ফজলুল হক সিয়াম গ্রাহকদের ১৫ লাখ ৯২ হাজার ৬৫০ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক মামলা করেন। আসামি করা হয়েছিল আল করীম ফাউন্ডেশনের পরিচালক সাজ্জাদ হোসেনসহ পরিচালনা বোর্ড ও অফিসের কর্মকর্তাদের। আসামিরা সমন পেয়ে আদালতে উপস্থিত হয়ে মীমাংসার শর্তে অন্তবর্তীকালীন জামিন নেন। সোমবার আসামিদের স্থায়ী জামিন শুনানি শেষে বিচারক ওই দু’জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে মামলার অন্য আসামিদের জামিন মঞ্জুর করেন আদালত।