যশোর-মাগুরা মহাসড়ক খাজুরায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ২

0

 

 

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোর-মাগুরা মহাসড়কে পাথর বোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে যশোর সদর উপজেলার খাজুরা বাজার বাসস্ট্যান্ডের গহেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাভার্ডভ্যানের ড্রাইভার কুষ্টিয়ার খোকসা উপজেলার সাইফুল ইসলাম শান্ত (৪২) ও তার সহযোগী মাগুরা সদর উপজেলার সাচানি এলাকার আতিকুর রহমান (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘারপাড়া উপজেলার ভদ্রডাঙ্গায় ঠিকাদারি প্রতিষ্ঠান ময়নুদ্দিন বাঁশির ডিপো থেকে পিচ মিক্সার করা পাথর বোঝাই একটি ড্রাম ট্রাক (১৫-৬৭৮২ ) যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা প্রাণ আরএফএল কোম্পানির মাগুরা ডিপোর একটি ক্যাভার্টভ্যানের (ঢাকা মোট্রো-ম-১৩-০৭৪৩) সাথে সংঘর্ষ হয়। এ সময় ড্রাম ট্রাকটি রাস্তার খাদে উল্টে যায় এবং ক্যাভাটর্ডভ্যান সড়কের মাঝামাঝি উল্টে যায়। এ ঘটনায় ক্যাভার্ডভ্যানের ড্রাইভার ও তার সহযোগী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খাজুরায় মা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের পরিচালক রাজ্জাক হোসেন বলেন, ক্যাভার্ডভ্যানের ড্রাইভার ও তার সহযোগী এখন শঙ্কা মুক্ত আছেন। ঘটনাস্থল থেকে বারোবাজার হাইওয়ে পুলিশের সার্জেট মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনা কবলিত যান দু’টি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ড্রাম ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল।