যশোরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালিত

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে শহর থেকে গ্রাম, পাড়া, মহল্লায়,ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি , বিএনপির প্রতিষ্ঠাতা বীর উত্তম জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন,দোয়া মাহফিল, দরিদ্র ভোজ,স্বেচ্চায় রক্ত দান,কুরআন শরিফ বিতরণ। জেলা বিএনপিসহ নগর,সদর উপজেলা,ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপিসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এ সব কর্মসূচির আয়োজন করে। সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। দলীয় নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও এ সব কর্মসূচিতে সম্পৃক্ত হয়ে স্বাধীনতার এই মহানায়কের প্রতি সর্বোচ্চ আবেগ এবং অনুভূতির বহিঃপ্রকাশ ঘটান। সকালে সূর্যোদয়ের সাথে সাথে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়,দলীয় এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পাশাাশি শহর ও গ্রাম পাড়া মহল্লার সড়কগুলোতে পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা বিএনপির আয়োজনে, দলীয় কার্যালয়ে, স্বাধীনতার এই মহানায়ক এবং ক্ষণজন্মা পুরুষের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসয় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম,সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু,যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, আলহাজ মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু,নগর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূর-উন-নবী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, রফিকুল ইসলাম চেীধুরী মুল্লুক চাঁদ, এহসানুল হক সেতু, খায়রুল বাশার শাহীন, সদর উপজেলা বিএনপির যুুগ্ম-আহ্বায়ক কাজী আজম, মীর নূর ইমাম, আঞ্জুরুল হক খোকন,জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসি বেগম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জাতীয়তাবদী আইনজীবী ফোরম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। দোয়া মাহফিল শেষে অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে নগর ছাত্রদল আয়োজিত স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে,দড়াটানা,ঘোপ নওয়াপাড়া রোডের নিকুঞ্জ মোড়, মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে সামনে দরিদ্রদের মাঝেখাবার বিতরণ করেন। এরপর অনিন্দ্য ইসলাম অমিত ও নার্র্গিস বেগম পৃথক ভাবে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে শহরের অন্যান্য স্থানসহ গ্রাম ,পাড়া মহল্লায় গিয়ে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। অনিন্দ্য ইসলাম অমিত শহরে ফায়ার সার্ভিস অফিস মোড়,জিলা স্কুল মোড়,রেলগেট, চাঁচড়া কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, রায়াপাড়া, রেল বাজার, আরএনরোড নতুন বাজার,বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠ, বারান্দিপাড়া কবর স্থান মোড়, মোল্লাপড়া আমতলা ও টাওয়ারের মোড়,আশ্রম মোড় এলাকায় তিনি দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় তিনি সেখানে ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে কুরআন শরিফ ও খাবার বিতরণ করেন। এছাড়াও অনিন্দ্য ইসলাম অমিত,শংকপুর আলহাজ মতিউর রহমান মহিলা মাদ্রাসার সামনে, ইসহক সড়ক ,বেজাপাড়া সাদের দারোগা মোড়,তালতলা বাজার,চোপদারপাড়া, গুলশান মোড়, রামনগর ইউনিয়নের মুড়লি মোড়, রাজারহাট বাজার, বিহারী কলোনি ও দক্ষিণপাড়া, উপশহর ইউনিয়নের বি-ব্লক বাজার, খাজুরা বাসস্ট্যান্ড, নওয়াপড়া ইউনিয়নের,বাহদুরপুর বাজার, কিসমত নওয়াপড়া,পাচবাড়িয়া আমতলা মোড়, লেবুতলা ইউনিয়নের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,ইছালি ইউনিয়নের মনোহরপুর, ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর , চাউলিয়া , চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া বাজারসহ আরবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। এদিকে অধ্যাপক নার্গিস বেগম শহরের সিভিল কোর্ট মোড়, খড়কি,পালবাড়ি,পুরাতন কসবা,ধর্মতলা, আরবপুর, দেয়াড়া, চূড়ামনকাটি, লেবুতলা,নরেন্দ্রপুর,রামনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।